ডিভোর্স একটা বিচ্ছেদের নাম
–গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক
“টাপুরদি” একটা ডিভোর্সের নাম
“টাপুরদি” একটা বিচ্ছেদের বিবর্ণ খাম
“টাপুরদি” একটা অতীত অধ্যায়
নাম বিশেষে মানুষের জীবনে
আসে আর যায়,
“টাপুরদি” একটা আইনি বিচ্ছেদ
কত যে প্রথম প্রেমের “মুকুল” গেছে ঝরে,
অঘোষিত, সইবিহীন, হৃদয়বিদারক ছেদ।
নারীপুরুষের ভালোবাসা এক অমোঘ আকর্ষণ
প্রকাশে অপ্রকাশে সে এক দুর্নিবার সমর্পণ
নীল সমুদ্র-ঢেউয়ে ভুব-সাঁতার
ঝোড়া হাওয়ায় হাত ছেড়ে যাওয়া হাহাকার
“টাপুরদি” আর “মুকুল”
সব মানুষেরই থাকে
হৃদয়ের গোপন বাঁকে,
অতীতের তীরে
গোপনে ঝরে যাওয়া ফুল,
ঠিক অথবা ভুল
সময়ের স্রোতে ভেসে যাওয়া
বসন্ত ছুঁয়ে গেছে যে আঙুল,
নিয়তির মাশুল,
“ডিভোর্স” একটা বিচ্ছেদের নাম
জীবনেরই অঙ্গ, মলিন-বিবর্ণ খাম।