যশোর গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিন জন এবং করোনা উপসর্গ নিয়ে আরো একজনের মৃত্যু হয়েছে।
হসপিটাল সুত্রে জানা যায় গত রবিবার থেকে সোমবার সকাল পর্যন্ত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ওয়ার্ডে তিন জন মারা গেছেন। মৃতদের মধ্যে যশোর সদর উপজেলার শ্যামনগর গ্রামের মোছাঃ ফরিদা পারভীন,(৫০)
শার্শার আঃ হামিদ (৯০), ঝিদাইদহের কালিগন্জ উপজেলার মোঃ ওয়াহিদুল ইসলাম (৬৫), হসপিটালের ইয়োলো জোনে করোনার উপসর্গ নিয়ে ভর্তি হওয়া মনিরা বেগম মারা গেছেন তার বাসা সদর উপজেলার রায়মানিক গ্রামে।
এদিকে গত ২৪ ঘন্টায় জেলায় আরো ৬৫ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৪ হাজার ৫ শত ৯৯ জন। তার মধ্যে সুস্থ্য হয়েছেন ২১ হাজার ৯ শত ৯৮ জন।
জেলা সিভিল সার্জন অফিসের করোনা ফোকাল পারসন ডাঃ রেহনেওয়াজ এ তথ্য নিশ্চিত করে বলেন, গত ২৪ ঘন্টায় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনোম সেন্টার থেকে পাঠানো তথ্য মতে, ২শত ৯০ জনের নমুনা পরিক্ষা করে ৬৫ জনের শরীরে কোভিড-১৯ করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৪১ শতাংশ।