ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ইয়াবাসহ মজিবুর রহমান নোয়াব ওরফে নোয়াব পঞ্চায়েত নামের এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। আটক মুজিবুর রহমান উপজেলার জাহানপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং ওই ওয়ার্ডের ইউপি সদস্য।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১০টার দিকে চরফ্যাশন বাজারের ব্রজগোপাল টাউন হল এলাকা থেকে তাকে আটক করা হয়। আজ বুধবার সকালে তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।
জানা গেছে, ইউপি সদস্য নোয়াব দীর্ঘ দিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা করে আসছেন। তিনি তার ওয়ার্ডের তরুণদের কাছে ইয়াবা বিক্রি করে আসছেন।
চরফ্যাশন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরফ্যাশন বাজারের টাউন হল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ওই এলাকা থেকে মজিবুর রহমান নোয়াব ওরফে নোয়াব পঞ্চায়েতকে আটক করা হয়। তার কাছ থেকে ৫২ পিস ইয়াবা পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট