1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৭:১৬ পূর্বাহ্ন

ব্রিটিশ গায়িকা অ্যাডেল ব্রিট অ্যাওয়ার্ডস জিতেছেন

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২
ব্রিট অ্যাওয়ার্ড বিজয়ী ব্রিটিশ গায়িকা অ্যাডল। ছবি- ইন্টারনেট

ব্রিট অ্যাওয়ার্ডসে সর্বোচ্চ তিন পুরস্কার জিতেছেন অ্যাডেল। বলা হয় যেকোনো পুরস্কারে অ্যাডেলের মনোনয়ন মানে বড় সব পুরস্কার তিনিই বাগিয়ে নেবেন! ব্রিটিশ গায়িকার আগের অ্যালবামগুলোর ক্ষেত্রে সেটাই দেখা গেছে। ছয় বছর বিরতির পর নতুন অ্যালবাম ‘৩০’-এর মুক্তির পরও একই চিত্র। ব্রিট অ্যাওয়ার্ডসের ৪২তম আসরে সর্বোচ্চ তিন পুরস্কার জিতেছেন তিনি। ৮ ফেব্রুয়ারি এবারের ব্রিটের আসর বসে লন্ডনে।

এবারই প্রথম ছিল না কোনো লিঙ্গভিত্তিক ক্যাটাগরি।

অ্যাডেল জিতেছেন সবচেয়ে গুরুত্বপূর্ণ পুরস্কার ‘আর্টিস্ট অব দ্য ইয়ার’সহ তিনটি পুরস্কার। অন্য দুটি হলো ‘ব্রিটিশ অ্যালবাম অব দ্য ইয়ার (৩০)’, ‘ব্রিটিশ সিঙ্গেল অব দ্য ইয়ার (ইজি অন মি)’।

পুরস্কার গ্রহণ করে অ্যাডেল বলেন, ‘আমি জানি এবার পুরস্কারের নাম কেন বদলানো হয়েছে (লিঙ্গভিত্তিক ক্যাটাগরি বাদ দেওয়া)। কিন্তু আমি নারী হয়ে, নারী শিল্পী হয়ে খুশি। ’ এবারের তিনটি মিলিয়ে অ্যাডেলের পুরস্কার সংখ্যা হলো ১২। তাঁর চেয়ে বেশি ব্রিট অ্যাওয়ার্ড আছে শুধু রবি উইলিয়ামসের (১৩)।

অনুমিতভাবেই সেরা পপ/আর অ্যান্ড বি শিল্পী হয়েছেন দুয়া লিপা। সেরা আন্তর্জাতিক শিল্পী হয়েছেন মার্কিন গায়িকা বিলি আইলিশ। সেরা আন্তর্জাতিক গান হয়েছে হালের আলোচিত গায়িকা অলিভিয়া রদ্রিগোর ‘গুড ফর ইউ’। সেরা নবাগত শিল্পী হয়েছেন হলি হামবারস্টোন। সেরা গীতিকার এড শিরান।

যৌথভাবে সবচেয়ে বেশি (চারটি) মনোনয়ন পেলেও শুধু সেরা গীতিকার হয়েই খুশি থাকতে হয়েছে শিরানকে। চার মনোনয়ন পেয়েছিলেন র‌্যাপার লিটল সিমজও। তিনি পেয়েছেন মোটে একটি পুরস্কার।

ব্রিটের আসরে এবার পারফরম করেন এড শিরান, লিটল সিমজ, অ্যাডেল, স্যাম ফেনডার, হলি হামবারস্টোন, এমা করিন প্রমুখ। আসর উপস্থাপনা করেন কমেডিয়ান মো গিলিয়ান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews