মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার রাউৎগাঁওয়ে ফানাই নদীর ওপর থাকা বেইলি সেতুর ওপরের প্লেট ফের ভেঙে গেছে। এতে করে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৬ ঘণ্টারও বেশি সময় ধরে কুলাউড়া-রবিরবাজার সড়কের ওপর বেইলি সেতু দিয়ে সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে এ সেতুতে ভাঙনের ঘটনাটি ঘটে, পরে বিকাল সাড়ে ৪টার দিকে এটি মেরামত করে যান চলাচলের উপযোগী করা হয়।
প্লেট ভাঙার কারণে সেতুর দুপাশে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।
সেতুটি অনেক পুরনো হয়ে যাওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন এ অঞ্চলের লক্ষাধিক মানুষ।
সোমবার দুপুর আড়াইটা পর্যন্ত সড়ক ও জনপথ বিভাগের লোকজন সেতুটি সচলের কাজ করে যাচ্ছেন। এ নিয়ে বেইলি ব্রিজে গত দুই বছরে ১২-১৩বার সেতুর ট্র্যানজাম, পাটাতন ও প্লেট ভেঙে পড়ার ঘটনা ঘটেছে।
স্থানীয় সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, প্রায় দুই যুগ হবে এই ব্রিজটি নির্মাণের। দীর্ঘদিন ধরে বেইলি ব্রিজটি অধিক ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ টনের অধিক ভারী যানবাহন সেতুতে না ওঠার জন্য সেতুর দুপাশে সাইনবোর্ড লাগানো হলেও তা উপেক্ষা করে প্রতিদিন ১০-১৫ টনের বেশি মালামাল নিয়ে সেতু পার হচ্ছে যানবাহনগুলো। বেইলি সেতুটি অনেক পুরাতন হওয়া ঘন ঘন ট্র্যানজাম, পাটাতন ও প্লেট ভেঙে যায়।
সড়ক ও জনপদ বিভাগ মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জিয়া উদ্দিন বলেন, সেতুটি নতুন করে নির্মাণের জন্য প্রাথমিক অনুমোদন হয়েছে। সপ্তাহ দুয়েকের মধ্যে চূড়ান্ত অনুমোদন হবে। অনুমোদন হওয়ার পর আগামী দুই মাসের ভেতরে নতুন সেতু নির্মাণের টেন্ডার আহ্বান করা হবে। চলতি বছরের মাঝামাঝি সময়ে সেতুটির নতুন নির্মাণ কাজ শুরু করতে পারবে বলে আশা রাখছি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট