1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৫৮ পূর্বাহ্ন

লালমনিরহাটে তিনদিন ব্যাপি কবি মেলা ও আবৃত্তি অনুষ্ঠান

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২১ ফেব্রুয়ারী, ২০২২
কবি মেলা ও আবৃত্তি অনুষ্ঠান উদ্বোধন করেন কবি, সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি

২১ ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে লালমনিরহাটের সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজে শুরু হয়েছে তিনদিন ব্যাপি কবিতা প্রদশনী,কবি মেলা ও আবৃত্তি অনুষ্ঠান। সোমবার কলেজের বাংলা অনার্স বিভাগের শিক্ষাথীদের আয়োজনে কবিতা প্রদশনী, কবি মেলা ও আবৃত্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিতমারী উপজেলা নিবাহী অফিসার জি আর সরোয়ার।

উদ্বোধক হিসেবে ছিলেন কবি, সাহিত্যিক ফেরদৌসি বেগম বিউটি। কলেজের অধ্যক্ষ সুধান চন্দ্র রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুস সোহরাব, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ভাষাসৈনিক আব্দুল কাদের ভাষানী বক্তব্য রাখেন। এসময় অন্যানের মধ্যে লালমনিরহাট সাহিত্য সংস্কৃতি সংসদের সভাপতি, কবি দেলোয়ার হোসেন রংপুরী, কবি,নাট্যকার মাখন লাল দাস, আব্দুর রব সুজনসহ কবি সাহিত্যিকরা উপস্থিত ছিলেন।

কলেজের  শহীদ মিনারের পাদদেশে শিশুদের কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা নিয়ে অনুষ্ঠানে মুল আলোচনা শুরু হয়। দেয়ালে টাঙ্গানো কবিতা গুলো দেখতে বেশ মনোমুগ্ধকর। এগুলো দেখতে ভীড় করছে উৎসুক ছাত্র-ছাত্রী সহ প্রতিষ্ঠানের শিক্ষকরা। কবিতা প্রদশনী,কবি মেলা ও আবৃত্তি অনুষ্ঠানে তিনদিন ব্যাপি এই আয়োজনে থাকছে ভাষা আন্দোলন নিয়ে লেখা শ্রেষ্ট কবিদের কবিতা।

যার মধ্য অন্যতম বায়ান্নর দিনগুলো কবিতাটি লেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। রণসংগীত কবিতার লেখক কাজী নজরুল ইসলাম। জাতীয় সংগীত কবিতাটি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর।একুশে ফেব্রুয়ারি অন্নদা শংকর রায় সহ বিভিন্ন কবিদের লেখা কবিতা টাঙ্গিয়ে দিয়েছে দেয়ালে। শ্রেষ্ঠ কবিদের কবিতা নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন ছোট, বড়, কলেজ ছাত্র-ছাত্রীরা, শিক্ষক সহ সর্বস্তরের মানুষ। এখানে রয়েছে ৩০ টিরও বেশি দেয়ালে টাঙ্গানো বিভিন্ন কবিতা, আবৃত্তি যা সকলের দৃষ্টি আকর্ষণে করেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এমন আয়োজনকে স্বাগত জানিয়েছেন ভাষা সৈনিক আব্দুল কাদের ভাষানী। উক্ত আয়োজনে ভাষা সৈনিক আব্দুল কাদের ভাষানীকে স্বাগত জানিয়ে শহীদ মিনারে ফটোশেসন শেষে বই উপহার প্রদান করেন কবি ফেরদৌসী বেগম বিউটি ও সাপ্টিবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সুধান চন্দ্র রায়। এরপর কবিতা আবৃত্তি অনুষ্ঠানে অংশ গ্রহন করেন ছাত্র-ছাত্রী, কলেজ শিক্ষক ও কবি ও সাহিত্যিকরা।

তিনদিন ব্যাপি  অনুষ্ঠানের শেষে রয়েছে পুরস্কার বিতরনী অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews