তোমার হাসি প্রান পেল
এই মরুভূমি বুকে
ঝরনা হয়ে নেমে এল
পাহাড় চেড়া সুখে।
শিকল ছেঁড়া অন্ধকার
সাতসাগর আজ হলাম পার
বন্ধু তুমি, থেকো পাশে
চাইনা কিছু আর।
নাবিক চোখের তারাতে চাই
হারাতে বারবার।
ভিতরবাহির ভিজিয়ে আজ
করেছ সিঞ্চন
একটু মনে রেখো
এই মুক্ত অবগাহন
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট