1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৪ পূর্বাহ্ন

রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং পুঁজিবাদের সমর্থক বুদ্ধিজিবী সমাজ

আবুতাহের ভূঁঞা
  • প্রকাশিত: রবিবার, ১২ জুন, ২০২২

আবু তাহের ভূঁঞা

ইউক্রেন রাশিয়া যুদ্ধ একটি অসম যুদ্ধ । এটা এখন প্রমানিত সত্য। একটা সবল লোক দুর্বল লোক লড়াই লড়াই করা। সবল লোকতো লড়াই করতেই চায় কারণ সেতো জানে সে জিতবে। দুর্বল লোকটা ভয়ে থাকে লাগলে কি হবে আমি কি করব। তখন দেখে তার অগনিত বন্ধু যারা শত শত বছর ধরে সবার উপরে চর্কা ঘুরিয়েছে সবাই দুর্বল লোকটার পক্ষে। দুর্বল লোকটা খুশিতে আত্মহারা। সবল লোকটার কোন কথাই শুনতে ছায়না। তার বন্ধুরা যা বলে তাই শুনে। বন্ধুরা তো আনন্দে আত্মহারা। পাইছি মনের মত বন্ধু যা বলি তাই শুনে অনেক দিন পর একটা সুযোগ এসেছে এটা কোন ভাবে হাতছাড়া করা জাবেনা। যেমন সুযোগ তেমন কাজ। বোকা জেলনস্কি রাজনীতি না শিখে ইউক্রেনের ক্ষমতায় গিয়ে বন্ধুদের পরামর্শে রাশিয়ার পুতিনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়ে। বন্ধুরা তাদের সুবিধা মত সহযোগিতা করতে থাকে। যুদ্ধ ও চলতে থাকে ে এপর্যন্ত যুদ্ধে ইউক্রেনের সরকারের ভাস্যমতে ইউক্রেনের ১কোটির উপর সাধারণ মানুষ গৃহহীন হয়েছে বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে ইউক্রেন ধংশস্তুপে পরিনত হয়েছে । ইউক্রেনের ২০ শতাংশ ভুমি রাশিয়ার দখলে চলেগেছে। বন্ধুদের থেকে হাজার হাজার কুটি ডলারের খয়রাতী সাহায্য নিয়েছে। বিলিয়ন বিলিয়ন ঋণের টাকার যুদ্ধাস্র নিয়েছে। ভবিষ্যতে বলে দিবে ইউক্রেনের আর কি ক্ষতি হয়। যুদ্ধের ফলে সারা বিশ্বের অধিকাংশ দেশে জিনিস পত্রের দাম হু হু করে বৃদ্ধি পাইতেছ । পৃথিবীর পুঁজি পতিরা আরও হিংস্র হয়ে উঠছে । তারা সুযোগ পেয়ে কৃত্রিম সংকট সৃষ্টি করে মুনাফা করার বড় সুযোগ পেয়ে গেছে। আর এর বলি হচ্ছে সারা পৃথিবীর সাধারণ মানুষ। রাশিয়ার অপরাধের কথা বলে হাজার হাজার নিষেধাজ্ঞা দিয়েছে আমেরিকার দাসত্ব করা পুঁজিবাদি সরকার গুলো। এতে আমরা কি দেখতে পেলাম রাশিয়ার তেমন কোন ক্ষতি করতে পারে নাই উল্টো সারা পৃথিবীতে একটা অচল অবস্থা সৃষ্টি করেছে। পুঁজি পতিরা আরও ধনী হওয়ার চেষ্টা করতেছে সাধারণ মানুষ অসহনীয় দুর্ভোগে পড়তেছে। য বৃটেন পৃথিবীর ৮৭টা দেশ একত্রে শাসন করেছে । যে বৃটেনের পুঁজিপতিদের ধনভান্ডারে সম্পদের কোনো অভাব নাই। সেই বৃটেনের সাধারণ মানুষ খাদ্যের অভাবে শহর চেড়ে গ্রামন্চলে চলে যেতে বাধ্য হচ্ছে। এটা যে কিধরনের অবস্থা ভাবতেও অবাক লাগে। আমাদের দেশও এখন মধ্যম আয়ের দেশ । আর কুটি কুটি মানুষ মানবেতর জীবনযাপন করছে। বৃটেনের যদি এই হাল হয় আগামিতে আমাদের দেশের সাধারণ মানুষের কি অবস্থা হবে তা অনুমান করা যায়। এ সময় অবশ্য সমাজতান্ত্রিক ধারার কিছু দেশ আছে তাদের দেশের সাধারণ মানুষের সমস্যার কথা তেমন শুনা যায়নি। এর ভিতর চীন পুঁজিবদী ধারার রাষ্ট্র হলেও সেখানে কমিউনিস্ট পার্টি ধাপে ধাপে সমাজতান্ত্রিক ধারার দিকে নিয়ে যাচ্ছে। সেখানেও একটা বৃহৎ জনগোষ্ঠী প্রায় ১৫০ কুটির উপরে লোক সংখ্যা সেখানেও সাধারণ মানুষের কোন সমস্যার কথা তেমন শুনা যায়না। ৷ তাই পুঁজিবাদের গুণ গান ওয়ালা বুদ্ধিজীবীদের বলতেচাই পৃথিবীর এক কোনে দুটো দেশের যুদ্ধের কারনে পুঁজিবাদের মোড়ল আমেরিকা বৃটেন তাদের দেশের সমস্যার সমাধান করতে ব্যর্থ তারা বাদবাকী বিশ্বকে শোষণ ছাড়া আর কিছুই দিতে পারবেনা। তাই আসুন বস্তুনিষ্ট সংবাদ লিখে জনগণকে সচেতন করুন । মানবতাবাদী হয়ে মানব কল্যানে কাজ করুন নিজের জ্ঞানকে ফুটিয়ে তুলুন।
(লেখকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক)

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews