গত ১৭ জুন ২০২২ শুক্রবার স্থানীয় কাবিলপুর নাপিত বাড়িস্থ সংগঠনের কার্যালয়ে এক সাধারণ সভায় ৩ বছর মেয়াদী “নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠন” এ এম এম মেহেরুল কে উপদেষ্টা মনোনীত করে ৯ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।কমিটি গঠন উপলক্ষে সংগঠনের আহ্ববায়ক মোঃ আশরাফুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত সভায় আগামী ৩ বছরের জন্য মোঃ হারুন রশিদ কে সভাপতি ও মোঃ আশরাফুল ইসলাম কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সংগঠনের কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যগণ হলেন যথাক্রমে – মোঃ আব্দুল হান্নান শেখ –সহ-সভাপতি, মোঃ সাগর আকন্দ, যুগ্ম-সাধারণ সম্পাদক, মোঃ রুবেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক,মোঃ রেজাউল বেপারি,কোষাধ্যক্ষ,মোঃ শামিম শেখ প্রচার সম্পাদক, মোঃ হামিদুল মোল্লা,মোঃ নজরুল ইসলাম ,কার্যনির্বাহী সদস্য।
উক্ত সাধারণ সভায় “নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠন” এর কমিটি গঠন পরবর্তীতে উপদেষ্টা এম এম মেহেরুল বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আশা ব্যক্ত করেন এই সংগঠন অত্র উপজেলার সকল শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে জোরালো ভাবে কাজ করে যাবে।
নব নির্বাচিত সভাপতি মোঃ হারুন রশিদ বলেন “আমরা অনেকদিন থেকেই অত্র উপজেলার ভ্যান চালকদের অধিকার আদায়ে কাজ করছি।এরই অংশ হিসেবে এই সংগঠনের যাত্রা। আমাকে এই সংগঠনের সভাপতি নির্বাচিত করায় সকল সদস্যর প্রতি কৃতজ্ঞ।আমি কথা দিচ্ছি শুধু ভ্যান শ্রমিক নয় বরং এই উপজেলার সকল শ্রমিক ভাইদের বিপদে আপদে পাশে থাকবো। তাদের অধিকার আদায়ে কখনো পিছু হটবো না।“
সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম বলেন, “শ্রমিক ভাইদের ন্যায্য অধিকার আদায়ে আমাকে সবসময় পাশে পাবেন।“
উল্লেখ্য শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে গত ০১ মে ২০২২ তারিখে মে দিবসে যাত্রা শুরু করে “নির্দলীয় ভ্যান শ্রমিক ঐক্য সংগঠন”। সংগঠন টি মূলত ৪ টি লক্ষ্য ও উদ্দেশ্য কে সামনে রেখে যাত্রা শুরু করে ।
উদ্দেশ্য ও লক্ষ্য হলোঃ-
১। সকল শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায় ও কল্যাণ।
২। সমাজের প্রতি দায়বদ্ধতা ।
৩। শ্রমিক সদস্যদের স্বাবলম্বী করা।
৪। মুক্তিযুদ্ধের বাংলাদেশ নির্মানে কাজ করা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট