যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি ও যশোর ইনস্টিটিউটের প্রান পুরুষ রায় বাহাদুর যদুনাথ মজুমদার এর স্বরনে সাংস্কৃতিক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার শহরের মুন্সী মেহেরুল্লাহ ময়দানের রওশন আলী মঞ্চে উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব তমিজুল ইসলাম খাঁন, জেলা প্রশাসক,যশোর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আহসান কবির বাবু সাবেক সম্পাদক, যশোর প্রেস ক্লাব।
ডাঃ মোঃ আবুল কালাম আজাদ লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যান্য অতিথিমন্ডলী হলেন সাজেদ রহমান বকুল, স্টাফ রিপোর্টার, দৈনিক জনকণ্ঠ, এস এম তৌহিদুর রহমান সম্পাদক, প্রেস ক্লাব,যশোর। ডাঃ শমিষ্ঠা ভট্টাচার্য মজুমদার, রায় বাহাদুর এর পরিবারের সদস্য।
উক্ত স্বরন উৎসব অনুষ্ঠানে বক্তরা যশোরের তৎকালীন সাবেক পৌরসভা চেয়ারম্যান ও যশোরের বিশিষ্ট আইনজীবী ও সাংবাদিক রায় বাহাদুর যদুনাথ মজুমদার এর বিভিন্ন কৃতিত্ব ও স্মৃতি তুলে ধরেন।
তার নিজ হাতে গড়ে তোলা যশোর ইনস্টিটিউটের সূচনা ও তার সকল ভালো কাজের ইতিহাস কে চিরস্বরনীয় করে রাখতে উক্ত ইনস্টিটিউটে একটি অডিটোরিয়াম এবং তার সকল কর্ম কে খোঁদাই করে স্থাপন করার জন্য মাননীয় প্রতিমন্ত্রি জনাব স্বপন ভট্টাচার্য মহোদয় কে অনুরোধ করা হয়েছে।
যশোর ইনস্টিটিউটের সম্মানিত সভাপতি ও যশোরের মাননীয় জেলা প্রশাসক মহোদয় আগামীতেও রায় বাহাদুর যদুনাথ মজুমদারের স্বরনে এমন উৎসব ও তার স্মৃতি স্বরনে বিভিন্ন কর্মকান্ডের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখবেন বলে মতঃপ্রকাশ করেছেন।