1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১০:২৮ পূর্বাহ্ন

মালয়েশিয়ায় অগ্নিকাণ্ডে নিহত লিটনের বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জে

মোঃ ফাওজুর রহমান সাবিত, কালীগঞ্জ (ঝিনাইদহ)
  • প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩
মালয়েশিয়ায় আগুনে নিহত ২ বাংলাদেশি শ্রমিকের পরিচয় পাওয়া গেছে। পরিচয় পায়া ২ জনের মধ্যে একজন ঝিনাইদহ জেলার কালীগঞ্জের বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৫ জুন) সংবাদ প্রচার হওয়ার পর পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষের মাধ্যমে তাদের পরিচয় নিশ্চিত করেছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনের মিনিস্টার লেবার নাজমুছ সাদাত সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বারেক আলীর ছেলে লিটন (৩৪) ও পাবনার সুজানগরের পারঘোরাধা গ্রামের কোরবান মোল্লার ছেলে মুরাদ মোল্লা (৩৪)।
এদিকে দগ্ধ ৪ বাংলাদেশি শ্রমিকের পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। আইসিইউতে তাদের চিকিৎসা চলছে। তাদের যথাযথ চিকিৎসার জন্য পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ উভয়ের সঙ্গে হাইকমিশন থেকে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও জানান লেবার মিনিস্টার।
প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গীর তামান ইন্ডাস্ট্রির ছাপাখানায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ৬ বাংলাদেশি ছাপাখানায় আটকা পড়েন। পরে তাদের মধ্যে ৪ জনকে জীবিত উদ্ধার করা হলেও ২ জন ঘটনাস্থলেই মারা যান। আগুনে দগ্ধদের চিকিৎসা চলছে। নিহত ২ জনের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews