ঝিনাইদহ জেলা পুলিশ ও সমতা ডায়গনস্টিক এবং ডিজিপ্যাথের মধ্যে এক সমঝতা স্বারক স্বক্ষরিত হয়। রোববার সকালে জেলা পুলিশ লাইন্সের অডিটরিয়ামে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার আশিকুর রহমান। সমতা ডায়গনস্টিক এর স্বত্তাধীকারী মনোয়ার হোসেন এবং ডিজিপ্যাথের মালিক আব্দুল হাই এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সদস্য ও তাদের পরিবারের স্বল্পমূল্যে উন্নত চিকিৎসা সেবা প্রদানের জন্য এই সমঝতা স্বারক সাক্ষরিত হয়। স্বাধীনতা যুদ্ধে জীবনদানকারী ও জন নিরাপত্তায় আতœ- উৎসর্গকারী শহীদ পুলিশ সদস্যদের স্বরনে মুরাল উদ্বোধন করা হয়। এ সময় জেলার ৬ থানার ভারপ্রাপ্ত কর্মকতাসহ পুলিশের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। পুলিশ সুপার আশিকুর রহমান জানান, স্বাধীনতা যুদ্ধে দেশের স্বার্বভৌমত্ব রক্ষায় প্রথম পুলিশ সদস্যরাই তাদের অস্ত্র থেকে গুলি চালিয়ে দেশের জন্য লড়াই করেছিল। দেশর শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশের অবদান সকল সময় চলমান ছিল এবং মাতৃভূমি নিরাপত্তার জন্য পুলিশ সদস্যরা সকল সময় প্রস্তুত থাকবে।