1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:০৩ অপরাহ্ন

শৈলকূপায় ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিতে থানায় জিডি

মোঃ ফাওজুর রহমান সাবিত, ঝিনাইদহ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১২ জুলাই, ২০২৩
ঝিনাইদহের শৈলকূপায় এক ব্যয়সায়ী ও তার পরিবারকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে শৈলকূপা থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন ওই ব্যবসায়ী। এরপর থেকে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন ওই ব্যবসায়। গেল শুক্রবার দুপুরে উপজেলার মির্জাপুর দেবীনগর গ্রামে এঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ী আনিছুর রহমান জানান, আমি ঠিকাদারি ব্যবসার পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি করি। সেকারণে আমাকে প্রাণনাশ করে এলাকায় প্রভাব বিস্তারের জন্য এলাকার কিছু মানুষ হুমকি-ধমকি প্রদান করে আসছিল। এর আগেও আমার উপর হামলার ঘটনা ঘটলেও পুলিশ তখন কোন পদক্ষেপ নেয়নি। সর্বশেষ গত শুক্রবার জুম্মার নামাজের পর আমার মোবাইলে কল করে আমাকে ও আমার পরিবারের সকল সদস্যকে প্রাণনাশের হুমকি দেয়। এতে আমরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছি ও তাদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছি। এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান,পালিয়ে বেড়ানোর বিষয়টি আমার জানা নেই। তবে আনিছুর রহমান থানায় একটি জিডি করেছেন। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews