1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৪১ পূর্বাহ্ন

মার্কিন সেনা হঠাৎ ঢুকে পড়ল উত্তর কোরিয়ায়

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৯ জুলাই, ২০২৩
দুই কোরিয়ার সীমানায় পাহাড়ারত সেনা সদস্য

‘শৃঙ্খলা ভঙ্গে অভিযুক্ত’ যুক্তরাষ্ট্রের এক সেনা সদস্য শাস্তি এড়াতে হঠাৎ ঢুকে পড়েছে উত্তর কোরিয়া সীমান্তে। দক্ষিণ কোরিয়ার সীমান্তে কড়া নিরাপত্তার মধ্যে পাহারা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় তিনি উত্তর কোরিয়া পালিয়ে যান। ‘শাস্তি এড়াতে’ ওই সেনা সদস্য এ ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

দুই কোরিয়াকে বিভক্তকারী সীমান্ত অঞ্চলে তদারকির দায়িত্বে রয়েছে জাতিসংঘ। মঙ্গলবার সকালে কোনো রকম অনুমোদন ছাড়াই ওই মার্কিন সেনা সীমান্ত পার হয়ে উত্তর কোরিয়ায় ঢুকে পড়ে।

এ ব্যাপারে উত্তর কোরিয়ার পক্ষ থেকেও কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনাটি নিয়ে উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নতুন সংকটের আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

ঘটনাস্থলটি বিশ্বের অন্যতম একটি বিচ্ছিন্ন এলাকা যেখানে যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রবেশ না করার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে, ওই সেনা সদস্য ইচ্ছাকৃত ও অনুমোদন ছাড়াই এটি করেছেন।

সিবিসি নিউজের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ওই সেনাসদস্যের নাম ট্রাভিস কিং। তিনি ‘প্রাইভেট সেকেন্ড ক্লাস’ পদমর্যাদার একজন কর্মকর্তা। শৃঙ্খলাজনিত কারণে পাহারা দিয়ে তাকে যুক্তরাষ্ট্রে ফিরিয়ে নিয়ে হচ্ছিল। শাস্তি এড়াতে এ সময় উত্তর কোরিয়া পালিয়ে যান।

একজন প্রত্যক্ষদর্শী বলেন, দুই কোরিয়ার মাঝে সীমান্তবর্তী পানমুনজম গ্রামে হা ‍হা হা চিৎকার করে কয়েকটি ভবনের মাঝখান দিতে দৌড়াতে দেখেন তাকে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews