1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৬:৪১ অপরাহ্ন

প্রবাসী কবি পান্না আহমেদ এর কবিতা অন্বেষণ

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৯ আগস্ট, ২০২৩
কবি পান্না আহমেদ

অন্বেষণ

-পান্না আহমেদ

মাঝে মাঝেই মনে হয় এবার আমায় ভুলে যাও
পত্রপাঠ বিদায় দিয়ে দাও!
মিছে অভিমানের এই ঘরকন্নায় আমি তিতাবিরক্ত!
এবার হোক যবনিকাপাত!
সাঙ্গ করো এই মিছে ভালোবাসি ভালোবাসি খেলা।
মাঝে মাঝেই মনেহয় তোমার জন্য মরতে পারি
দিতে পারি সাত সমুদ্র তেরনদী পাড়ি
ধরতে পারি হাওয়ায় নাচা জুগনুগুলো
চোখের তারায় ধরতে পারি
রূপসাগরের গান!
মিছেই লোকে অন্বেষণে মরে
মিছেই ঘুরে মরে লোকান্তরে
চারপাশে কিছু নেই কিছু নেই
শুধু মরিচিকা শুধু হাহাকার
মিছেই আরশীতে ছায়া পড়ে অন্য কারো।
মিছেই বাউল মরে ঘুরেফিরে অচীন পুরে!
মিছেই খসে পড়ে কবিতার বসনভূষণ
অলঙ্কারের আবাসন খুলে বেরিয়ে আসে
কঙ্কাল আর নখরের বিবস্ত্র হৃৎপিণ্ড!
কোথায় কখন হারায় বাসরের সানাইয়ের সুর!
কখন ফুরায় মরতে পারার বাসনা সকল!
শুধু একরাস অন্ধকার ঘিরে থাকে
তোমায় আমায়!
আর থাকে বানভাসি এক মরনের খেলা!
থাকে প্রেমভাসি এক জীবনের কথা!
থাকে তালে লয়ে এক সুর
স্বর্গ আর পাতালের মাঝে এক অমোঘ বানী
ভালোবাসা ভালবাসা!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews