গত বুধবার (২৪আগস্ট) কাওরান বাজার রেলগেট থেকে এক অজ্ঞাত নারীকে (৩১)উদ্ধার করে পুলিশ।
হাতিরঝিল থানার এসআই সুজন জানান, গত বুধবার রাত ১০ টার দিকে এক নারীকে রেললাইনে বসে থাকতে দেখা যায়। বেশ কিছু সময় ধরে সে এখানে ঘোরাঘুরি করে। স্থানীয় লোকজন এই বিষয়টি লক্ষ্য করে এবং তার পরিচয় জিজ্ঞাসা করে। তার পরিচয় জিজ্ঞাসা করলে সে তার পরিচয় বা কোন কিছুই বলতে পারে না। এরপর স্থানীয় লোকজন বিষয়টি হাতিরঝিল থানায় জানান। এরপর আমরা এসে ওই নারীকে ওই নারীর সাথে কথা বলি এবং সে তার কোন পরিচয় বলতে নাহ। তারপর তাকে হাতিরঝিল থানায় নিয়ে যাওয়া হয়েছে । কোন ব্যক্তি যদি উক্ত নারীকে চেনেন তাহলে তাকে থানায় যোগাযোগ করার জন্য বলা হলো।