ক্রিকেটের তিন ফরম্যাটেই অসাধারণ এক ব্যাটারের নাম বিরাট কোহলি। রানের বন্যা বইয়ে দিয়ে উপাধি পেয়েছেন ‘কিং’ বা রাজা। সেই কোহলির পছন্দের ফরম্যাট কোনটা? এক সাক্ষাৎকারে কোহলি জানিয়েছেন, তার পছন্দ ওয়ানডে ক্রিকেট। এদিকে টেস্ট ক্রিকেটকে সব ফরম্যাটের রাজা বলা হলেও কোহলি মনে করেন, ৫০ ওভারের ক্রিকেটই একজন ব্যাটারের সবচেয়ে ভালো পরীক্ষা নেয়।
তিন ধরনের ক্রিকেটের মধ্যে আপনার পছন্দের কোনটা―এ প্রশ্নের জবাবে কোহলি বলেছেন, ‘ওয়ানডে ক্রিকেট খেলতে ভালোবাসি। এটা আমার পছন্দ। ওয়ানডে ক্রিকেটই সম্ভবত একমাত্র ফরম্যাট, যেটা একজন খেলোয়াড়ের সম্পূর্ণ পরীক্ষা নেয়। টেকনিক, মনঃসংযোগ, ধৈর্য, পরিস্থিতি বুঝে খেলা, ম্যাচের বিভিন্ন সময় খেলার ধরন বদলানো―সব কিছুই আছে ওয়ানডে ক্রিকেটে। সে কারণেই আমার মনে হয়, ওয়ানডে ক্রিকেট একজন ব্যাটারের সম্পূর্ণ পরীক্ষা নেয়।’
ওয়ানডেতে ৪৬ সেঞ্চুরির মালিক কোহলি এই ফরম্যাটের প্রতি ভালোবাসার আরো একটি কারণ জানিয়ে বলেন, ‘ওয়ানডে ক্রিকেট সব সময় আমার সেরা খেলাটা বের করে আনতে পারে। পরিস্থিতি অনুযায়ী খেলার চ্যালেঞ্জ আমার খুব পছন্দের। দলকে জেতাতে চাই।
সাহায্য করতে চাই। সব সময় সেটাই চেষ্টা করি। সে জন্যই বলছি, ওয়ানডে ক্রিকেট ধারাবাহিকভাবে নিজেকে পরীক্ষা করার সুযোগ দেয়। আমার ব্যাটিংয়ের সব কিছুর পরীক্ষা নেয়। সে জন্যই ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং সবচেয়ে বেশি উপভোগ করি।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট