শুরু হলো বাংলার চোখে, অদেখা বিশ্ব ফটোগ্রাফি প্রতিযোগিতা।
বাংলাদেশের যেকোন নাগরিক ফোন, ক্যামেরা বা অন্য যেকোনো ডিভাইস দিয়ে তোলা ছবি পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
ছবি পাঠানোর নিয়ম –
১। অদেখা বিশ্ব- Odekha Bishow পেজের ইনবক্সে অথবা ই মেইলে করতে পাঠানো যাবে।
ইমেইল – odekhabishow@gmail.com
ছবি পাঠানোর শর্ত –
১.পূর্বে আপলোডকৃত কোন ছবি এই প্রতিযোগিতায় পাঠানো যাবে না।
২.প্রতিযোগিতার জন্য পাঠানো ছবিটি অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে।
৩.যেকোন ডিভাইস দিয়ে তোলা ছবিই পাঠানো যাবে।
৪.ছবির সাথে আপনার নাম,ঠিকানা,ফোন নাম্বার ও ছবির বর্ণনা লিখে পাঠাতে হবে। এবং ছবির বর্ণনা সর্বোচ্চ) ৫০ শব্দের মধ্যে হবে।
বিঃদ্র: ছবি, অদেখা বিশ্ব- Odekha Bishow পেজের পোস্ট করা হবে। এবং রিয়েক্ট এর মার্কস ৭৫% আর বিচারক প্যানেল ২৫% এর ওপর ভিত্তি করে ছবি বিচার করা হবে।
ছবি দেওয়া শেষ সময় ১৫ অক্টোবর
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট