বাংলাদেশ সচিবালয়ের পাশে ওসমানী স্মৃতি মিলনায়তনের সামনে কর্মসূচি পালনের সময় উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাব উদ্দিন, উপমন্ত্রী হাবিবুন নাহার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ফারহিনা আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
মন্ত্রী শাহাব উদ্দিন বলেন, ‘আমরা যখন বিদেশে বা ক্যান্টনমেন্ট এলাকায় যাই, তখন শব্দদূষণ করি না। ক্যান্টনমেন্টের বাইরে গেলে আবার হর্ন বাজাই। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে।’
সকাল সাড়ে ৯টা থেকে ১০টা ১ মিনিট পর্যন্ত রাজধানীর ১১টি গুরুত্বপূর্ণ স্থানে এই বিশেষ কর্মসূচি পালন করা হয়েছে। অন্য স্থানগুলো হলো- শাহবাগ মোড়, উত্তরা, বিজয় সরনি মোড়, মিরপুর-১০ নম্বর গোলচত্বর, গাবতলী, মগবাজার, মহাখালী, গুলশান-১, বাসাবো বৌদ্ধ মন্দির ও যাত্রাবাড়ী চৌরাস্তা।