1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী খাদিজার জামিন বহাল

আদালত প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
ডিজিটাল নিরাপত্তা আইনের দুই মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী খাদিজাতুল কুবরাকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ আদেশের ফলে খাদিজার মুক্তিতে আর বাধা নেই বলে জানিয়েছেন তাঁর আইনজীবী বি এম ইলিয়াস কচি।

অনলাইনে সরকারবিরোধী বক্তব্য প্রচার এবং দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগে ২০২০ সালের অক্টোবরে খাদিজাতুল কুবরার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে রাজধানীর কলাবাগান ও নিউমার্কেট থানায় দুটি মামলা করে পুলিশ। একটি মামলার বাদী নিউ মার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এবং অন্যটির কলাবাগান থানার এসআই আরিফ হোসেন।

গত বছরের মে মাসে পুলিশ দুই মামলায় আদালতে অভিযোগপত্র জমা দেয়। সেই অভিযোগপত্র আমলে নিয়ে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল খাদিজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে গত বছর ১৭ সেপ্টেম্বর খাদিজাকে গ্রেপ্তার করে নিউ মার্কেট থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আছেন।

ওই মামলায় বিচারিক আদালতে দুইবার জামিন আবেদন নামঞ্জুরের পর তিনি হাইকোর্টে আপিল করেন। সে আপিল মঞ্জুর করে হাইকোর্ট তাকে গত ১৬ ফেব্রুয়ারি নিয়মিত জামিন দেন। পরে রাষ্ট্রপক্ষের আবেদনে মার্চে এ জামিন স্থগিত করেন চেম্বার আদালত।পরে এ স্থগিতাদেশ বাতিল চেয়ে খাদিজার পক্ষে আবেদন করা হয়।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের জামিন আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) করে। সে আবেদনটি খারিজ করে দিলেন সর্বোচ্চ আদালত।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews