1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

ছেলে-স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন ইলিয়ানা

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ

‘বরফি’ ছবির মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী ইলিয়ানা ডি ক্রুজ। এরপর বহু ছবি করেছেন। অজয় দেবগন, অক্ষয় কুমারের মতো প্রথম সারির তারকা অভিনেতাদের বিপরীতে কাজ করেছেন তিনি। তবে ‘রেড’ ছবির পর থেকেই বলিউডের সঙ্গে দূরত্ব বজায় রাখতে শুরু করেন অভিনেত্রী। শোনা যাচ্ছে, এবার অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ইলিয়ানা।

গত ০১ আগস্ট পুত্রসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী। ছেলের নাম রেখেছেন কোয়া ফিনিক্স ডোলান। অন্তঃসত্ত্বা অবস্থায় গর্ভস্থ সন্তানের পিতৃপরিচয় গোপন রেখেছিলেন তিনি। অনেকেই ভেবেছিলেন, সিঙ্গেল মাদার হিসেবে সন্তানকে বড় করবেন। তবে ছেলে হওয়ার পর লুকোচুরি করেননি আর।

অন্তঃসত্ত্বা হওয়ার খবর ঘোষণা করার দুই সপ্তাহ আগেই বিয়ে সারেন অভিনেত্রী। যদিও সবই হয়েছিল চুপিসারে। কোথায় হয়েছে তাদের বিয়ে, কী করেন অভিনেত্রীর স্বামী এসব প্রকাশ্যে আনতে নারাজ ইলিয়ানা। পরে অবশ্য তার স্বামীর নাম মাইকেল ডোলান বলে জানা যায়

অভিনেত্রীর ঘনিষ্ট একটি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, বলিউডের পাট চুকিয়ে ছেলে ও স্বামীর সঙ্গে যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন ইলিয়ানা। নিজের পরিবারের সঙ্গেই সময় কাটাতে চাইছেন তিনি। সেই কারণেই এমন সিদ্ধান্ত। যদিও এ বিষয়ে এখন পর্যন্ত অফিসিয়াল ঘোষণা আসেনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews