বিএনপি ২৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর বিজয় দিবস পালন করবে। বিজয় দিবসে ঢাকায় শোভাযাত্রা করে ব্যাপক জনসমাগমের পরিকল্পনা রয়েছে দলটির। আত্মগোপনে থাকা দলের নেতাকর্মীরা এ শোভাযাত্রায় যোগ দেবেন। এছাড়া ওই দিন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনেও মিছিল করার প্রস্তুতি নিচ্ছে। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
দলীয় সূত্র বলছে, এসব কর্মসূচি সফল হলে ২৫ ডিসেম্বর সারাদেশে নতুন করে বিক্ষোভ কর্মসূচি পালন করতে পারে বিএনপি।মঙ্গলবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। বৈঠকের সিদ্ধান্ত তুলে ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিজয় দিবসের শোভাযাত্রার অনুমতি চেয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দেওয়া হবে। অনুমতি পেলে সর্বস্তরের মানুষ সমাবেশে যোগ দেবে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট