ফ্যাশন হাউস ট্রেন্ডী কালারের প্রথম বর্ষপূর্তি হয়ে গেলো সম্প্রতি। ২০২৩ সালে ১৬ জানুয়ারি বগুড়া জেলার সোনাতলা রংধনু শপিং সেন্টারে ট্রেন্ডী কালারের একটি শোরুমের উদ্বোধন হয়।
যুগের চাহিদা মিটিয়ে ফ্যাশন জগতে ট্রেন্ডী কালার ধীরে ধীরে নারীদের আস্থার প্রতীক হয়ে উঠছে বলে জানিয়েছেন ট্রেন্ডী কালারের সিইও অভিনেতা সোহেল আহমেদ খান। সোনাতলার আধুনিক নারীদের ফ্যাশনের চাহিদা মিটিয়ে এক বৎসর অতিক্রম করতে সহযোগিতা করার জন্য সকল ক্রেতা ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, সকলের সহযোগিতা পেলে ভবিষ্যতে সোনাতলা এবং এর আশেপাশে এলাকায় ট্রেন্ডী কালার সকলের প্রিয় ফ্যাশন হাউস হিসেবে প্রতিষ্ঠা লাভ করবে। যুগের চাহিদা মেটাতে এবং নান্দনিক ডিজাইনের পোশাক সরবরাহে ট্রেন্ডী কালারের এই অগ্রযাত্রা।
দ্বিতীয় বৎসরে পদার্পন উপলক্ষে সোনাতলা রংধনু শপিং সেন্টারে কেক কাটা সহ নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিকাল পাঁচটায় কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন খেলাঘর কেন্দ্রীয় সদস্য মহসিন আলী তাহা, রংধনু শপিং সেন্টারের পরিচালক সালাহউদ্দিন মানু, সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, সোনাতলা উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহনেওয়াজ তালুকদার বাবু, রংধনু শপিং সেন্টার দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মশিউর রহমান খান টিটন, যুব সংগঠন আলোর প্রদীপের চেয়ারম্যান মেহেরুল ইসলাম, ব্যবসায়ী শফিউল্লাহ সফি।
সবশেষে খেলাঘর সোনাতলা উপজেলার সদস্যদের অংশগ্রহনে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আবৃত্তি করে খেলাঘরের আবৃত্তি শিল্পী জোনাইদ জারিফ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট