জাতীয় পার্টির (জাপা) প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ নিজেকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে জাপার প্রেসিডিয়াম সদস্য কাজী মামুনুর রশীদকে দলের মহাসচিব হিসেবে দায়িত্ব দিয়েছেন। আর জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জিএম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নুকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন।
আজ রোববার বেলা পৌনে একটার দিকে গুলশানের বাসায় মতবিনিময় সভার আয়োজন করে নিজের এ সিদ্ধান্তের কথা জানান রওশন এরশাদ।
আজ রোববার গুলশানের বাসভবনে মতবিনিময় সভার পর বিজ্ঞপ্তিতে এই দায়িত্ব নিলেন রওশন। যদিও জাপার গঠনতন্ত্র অনুযায়ী, রওশন এরশাদের ক্ষমতা নেই চেয়ারম্যান ও মহাসচিবকে অব্যাহতি দেওয়ার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান পৃষ্ঠপোষকের ক্ষমতাবলে চেয়ারম্যানের দায়িত্ব নিয়েছেন রওশন। কাজী মামুনুর রশীদের নাম জাপার মহাসচিব হিসেবে ঘোষণা করেছেন। জি এম কাদের যেসব নেতাদের অব্যাহতি, বহিস্কার করেছেন, তাদের স্বপদে বহালের কথা বলেছেন বিদায়ী বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট