সবই অবাক
-পান্না আহমেদ
এক অবাক পৃথিবী
আরো অবাক তুমি আর আমি
এক শহর শুদ্ধ সকলেই
দলবল মিছিলে কাতারে কাতার
সব অবাক প্রাণী!
ভেতরটা কারো জানা নেই
কতটা বুঝলে কতটা পেলে
সে তোমার হিসেব!
ওই অবয়বের ভেতরে কি আছে?
না জানার ব্যথা পোড়ায় ভীষণ!
তোমার ওই গহীন আঁধার
যদি হতো কাঁচের মতো
কি এমন ক্ষতি হতো বলো!
আমি অনায়াসে বুঝে নিতাম
কতটুকু ভালবাসা আছে!
আমার গোপণ ক্ষরণে
কত প্রেম গলে মিশে যায়
তার কি খবর আছে
তোমার কাছে?
আড়ালের কঠিন বড় বেশি বাজে!
জুয়া আর বাজির মত
মামুলি জীবন খানা
টেবিলের দুই পারে
তুমি আর আমি কিম্বা সকলে
হারজিৎ বড় অনিশ্চিত!
তোমার খেলার ধার
বড়ই কঠিন
অবাক পৃথিবীর মতো!
আমার বোঝার ধার সহজ সরল
শুধু ভালবাসা চাই!
অবাক পৃথিবী যদি হতে কাঁচের মত
যদি হতে বুকে ধরা পুষ্পের মত
যদি হতে হৃদপিণ্ডের নহরের মত
হাতে ধরা সুখের মত
কি এমন ক্ষতি হতো বলো?
যদি উঁকি দিয়ে দেখে যাই
তোমার ভালবাসা খানি

যদি জানি তুমি আমারই আছো
নিভৃতের স্বপ্নের মতো
কি এমন কারো আসতো যেতো?
কেন আঁধারের সাথে এই যুদ্ধের খেলা
কেন তোমার আঁধার আমি দেখি না চোখে
হাতে হাত স্বপ্নের রাত
কেন অসীম কালো
কেন ভালবাসা রেতের মতো সুদূরে গড়ায়?
অবাক পৃথিবী আমার
যেতে যেতে স্বস্তি তো দাও
মুছে দাও গোপণ আঁধারের খেলা
শহর সুদ্ধ সকলের ভালবাসা ফেরত দাও
ডুবে যেতে দাও অজানার গানে।
বুঝে নিতে দাও
কি আছে তোমার মনে!
এমন দেখিনাই বুঝিনাই খেলা
বড় ব্যথা দেয়!
তুলে নাও ওই সুনীল আঁধারের জাল!