1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

সোনাতলার উন্নয়নে প্রার্থীর ভাবনা ও আমাদের প্রত্যাশা শীর্ষক নাগরিক কমিটির মত বিনিময় সভা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১ মে, ২০২৪

বগুড়ার সোনাতলায় উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে স্থানীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৩০ এপ্রিল বিকাল ৩ টায় ভোজনশালা রেষ্টুরেন্টে সোনাতলা নাগরিক কমিটির আয়োজনে আপনার ভাবনা আমাদের প্রত্যাশা শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির আহবায়ক সাবেক জেলা ও দায়রা জজ বাবু অরূপ কুমার গোস্বামী।

সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী  প্রার্থীদের মধ্যে চেয়ারম্যার প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান এ্যাড. মীনহাদুজ্জামান লীটন (আনারস প্রতীক), বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি ফিদা হাসান খান টিটো, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী কুহেলী চক্রবর্তী (হাঁস প্রতীক), প্রভাষক ইশারাত আক্তার ইমু (কলস প্রতীক), ওয়াশিয়া বেগম রুনা (সেলাই মেশিন প্রতীক) মত বিনিময় সভায় উপস্থিত থেকে সোনাতলার উন্নয়নে তাদের ভাবনাগুলো তুলে ধরেন।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগরিক কমিটির যুগ্ম আহবায়ক সহকারী অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোশাররফ হোসেন মজনু, নির্বাহী সদস্য শফিউল্লাহ সফি, মেহেদী হাসান হিরু মন্ডল, আবু মান্নাফ খান সৈকত প্রমুখ।

আগামী ৮ মে বগুড়া জেলার সোনাতলা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুব লীগের সভাপতি ফিদা হাসান খান টিটো বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews