জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ দল। শুক্রবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে তারা। প্রথম তিন ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিজেদের করে নিয়েছে টাইগাররা। চতুর্থ এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।
টাইগারদের লক্ষ্য এখন হোয়াইটওয়াশ। এই মিশনের ম্যাচে টস হেরেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে প্রথমে বোলিং নিয়েছে। অর্থাৎ নাজমুল হোসেন শান্তর দল ব্যাটিং করবে।
চতুর্থ টি–টোয়েন্টির একাদশে নেই মাহমুদউল্লাহ, লিটন দাস ও মোহাম্মদ সাইফউদ্দিন। দলে ফিরেছেন সাকিব আল হাসান, সৌম্য সরকার ও মুস্তাফিজুর রহমান।
ম্যাচ শুরুর আগে চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বিমানবাহিনীর নিহত স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিটের নীরবতা পালন করার কথা জানায় বিসিবি।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, তাওহিদ হৃদয়, সাকিব আল হাসান, জাকের আলী (উইকেটকিপার), তানভির ইসলাম, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব ও মুস্তাফিজুর রহমান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট