1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:০১ পূর্বাহ্ন

লক্ষীপুর জেলার রামগঞ্জে রয়েল স্পেশালাইজ হসপিটালে তালা ঝুলছে

লক্ষীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪

লক্ষীপুরে রামগঞ্জ উপজেলায় রয়েল স্পেশালাইজ নামে একটি প্রাইভেট হসপিটালের এমডি সাইফুল্লাহ মানিকের বিরুদ্ধে হসপিটালের কয়েকজন পরিচালক থেকে শুরু করে সকল শেয়ারহোল্ডার মালিকদের অর্থ আত্মসাৎ এর অভিযোগ পাওয়া গেছে।
উক্ত হসপিটালে পরিচালক মেহেদী হাসান ও ফারুক সাহেব, এবং রাজ্জাক সাহেব সহ সকল শেয়ারহোল্ডার মালিকদের অভিযোগ সাইফুল্লাহ মানিক আমাদের একেক জনের কাছ থেকে ১৫ লক্ষ ২০ লক্ষ করে টাকা নিয়ে এই হসপিটাল তৈরি করেন উক্ত হসপিটালে তিনি নিজেই পরিচালনার দায়িত্ব পালন করে আসছে এবং বিগত ২০১৯ সাল থেকে এই হসপিটালটি চলছে সাইফুল্লাহ মানিকের তত্ত্বাবধায়নে।
এদিকে শেয়ার হোল্ডার মালিকদের অভিযোগ ২০১৯ সালে সাইফুল্লাহ মানিক একজন পরিচালক হিসাবে দায়িত্ব পালন করে আসছেন এবং তিনি সব সময় হসপিটালের আয় ব্যয়ের খাত হিসাব করে বলেন প্রতিমাসে শুধু লস হচ্ছে এবং হসপিটালে ঋন সংখ্যা বাড়ছে এইসব কথা বলে সকল শেয়ারহোল্ডার গণ থেকে হসপিটালের ঋন পরিশোধ করবে বলে সকল শেয়ারহোল্ডারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়েছেন কিন্তু এখন পর্যন্ত শেয়ার ফোল্ডারদের শেয়ারে বিনিয়োগ কৃত অর্থের কোন লভ্যাংশ আজও কাউকে দেয়নাই।
এদিকে অন্য আরেক পরিচালক জানান গত এক বছর আগেও সাইফুল্লাহ মানিক ছিল শুধু একজন পরিচালক হিসাবে কিন্তু হঠাৎ করে সকল শেয়ারহোল্ডার গন কে হসপিটালের শেয়ার থেকে বঞ্চিত করে নিজেই হসপিটালের মালিক বনে যান। এবং অন্যান্য শেয়ার মালিক গণকে হসপিটালে ভিতর ঢুকতে দিচ্ছেন না।
যে সকল শেয়ারড়োল্ডার মালিক হসপিটালে ঢুকতে যায় তাদেরকে সাইফুল্লা মানিকের পালিত সন্ত্রাসী গুন্ডা বাহিনী দিয়ে তাদের মারধর করে বের করে দেয় এবং যদি কোন শেয়ারহোল্ডার গণ দ্বিতীয়বার হসপিটালে আসে তাদের কে সন্ত্রাসী ও গুন্ডা বাহিনী দিয়ে হত্যার হুমকিও দেয়।
গতকাল বিষয়টি জানাজানি হলে গণমাধ্যম কর্মীরা সেখানে উপস্থিত হয় এবং উপস্থিত কয়েকজন শেয়ার হোল্ডারদের সাথে কথা বললে জানা যায় যে সাইফুল্লাহ মানিক এই হসপিটালটি দেখিয়ে রামগঞ্জ উপজেলাও পার্শ্ববর্তী উপজেলা থেকে ও কয়েক শ লোকের কাছ থেকে এই হসপিটালের শেয়ার মালিকানা দেবে বলে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
যারা এই হসপিটালে শেয়ার বিনিয়োগ করেছেন তারা বর্তমানে সাইফুল্লাহ মানিকের ভয়ংকর সন্ত্রাসী গুন্ডাবাহিনীর ভয়ে শেয়ারে বিনিয়োগ কৃত অর্থ চাইতে পারছে না।
এদিকে কয়েকজন শেয়ার হোল্ডার গন তাদের বিনিয়োগকৃত অর্থ ফেরত পেতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা লক্ষীপুর জেলা প্রশাসক ও পুলিশ প্রশাসন সহ সুশীল সমাজের সচেতন নাগরিকদের কাছে বিনীত ভাবে অনুরোধ করছেন এবং বিনিয়কৃত অর্থ ফেরত পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews