অদম্য যুব ফোরাম (নিবন্ধন নং- বগুড়া ১২৩) এর নির্বাহী পরিচালক; বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম)- কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক ও বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ ০৫ (পাঁচ) মাসের জন্য ‘দক্ষিণ এশিয়ার জাত-বর্ণ ভিত্তিক বৈষম্য বিষয়ক গবেষণা’ কর্মকান্ডে অংশগ্রহন করতে সম্প্রতি নেপাল গমন করেছেন।
মানবাধিকার সংস্থা ‘নাগরিক উদ্যোগ’ এর মাধ্যমে ‘Norwegian Agency for Exchange Cooperation (Norec)’ এর প্রফেশনাল ফেলো হিসেবে ০১ (এক) বছর মেয়াদী কার্যক্রমের অংশ হিসেবে তিনি ০৫ (পাঁচ) মাস নেপালের ললিতপুরস্থ ‘সমতা ফাউন্ডেশন’ এর সাথে গবেষণা কার্যক্রমে যুক্ত থাকবেন।
উল্লেখ্য, শিপন রবিদাস প্রাণকৃষ্ণ ছাত্রজীবন থেকেই সমাজের অনগ্রসর (আদিবাসী, দলিত, হরিজন, চা-শ্রমিক, বেদে, তৃতীয় লিঙ্গ, ভূমিহীন, ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু) জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং মানবাধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
এরইমধ্যে তিনি বেশকিছু অধিকারভিত্তিক সংগঠনের মূল দ্বায়িত্ব পালন করেছেন এবং করছেন। তন্মধ্যে বাংলাদেশ রবিদাস ফোরাম (বিআরএফ)-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক; জাতীয় আদিবাসী পরিষদ-বগুড়া জেলা শাখার সহ সাধারণ সম্পাদক হিসেবে চলতি দায়িত্বে আছেন। বিগত সময়ে তিনি আদিবাসী ছাত্র পরিষদ-বগুড়া জেলা শাখার সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি এবং কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক হিসেবে বিশেষ ভূমিকা রেখেছেন। শিপন রবিদাস প্রাণকৃষ্ণ সকলের আশির্বাদ কামনা করেছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট