কিছুদিন আগে সাদা কালা নিয়ে একটা গান বেশ জনপ্রিয় হয়েছিলো, যা কমবেশি সবাই জানি। এখনতো সাদা টাকা কালা টাকা, বিষয় এখন টাকা টাকা। বাজারে লাগে বেশি টাকা, পকেটে নাই কোনো টাকা, টাকা ছাড়া আঁধার ঢাকা।
আসল কথায় আসি, এখন টিভি খুললে পত্রিকা পড়লে সামনে আসে সাদা টাকা কালো টাকা। কি বিপদ। আমার কাছে সব টাকা সাদা টাকা, আলু কেনার সময়ে বাজার করার সময়ে সব টাকা কালো হয়ে যায়।
আমার জন্মের পরে শয়ের কাছাকাছি আলুর দাম দেখিনি। কাঁচামরিচের দাম না বললাম। বাজারে যেয়ে সব টাকা বেঈমান টাকা হয়ে যায়। ওরা ঘরের বাইরে গেলে একটুসখানি বাজার আসে। যাহোক আজ এক পত্রিকার খবরে দেখলাম প্রতিবেশী দেশ থেকে চোরাই পথে গরু ঢুকছে। মনে মনে বললাম ” যে কোন পথে গরু আয়, আয় গরু আয়। আয় আয় আয়। এতো দাম সহেনা ভাই।
ভার্চ্যুয়াল মাধ্যমে দেখলাম কোটি টাকা+ মূল্যের গরু দৌড়ে বেড়াচ্ছে। আহা যেন মোঘল বংশের গরু। যিনি কিনবেন তার বংশ বুনিয়াদি জানতে মন চায়। উহার এক টুকরো মাংস আম জনতার কপালে জুটলে তাহারও বংশ মর্যাদা বাড়িত। আগামী একশত বছর পরে তার বংশধর বলবে আমার বংশের কেউ কোটি টাকা মূল্যের বংশীয় গরুর মাংস খেয়েছেন ।
আগামীতে সাদা আর কালো নিয়ে কিছু বলতে চাই।
(ঢাকা, অফিস থেকে ফেরার পথে, জ্যামে বসে লেখা। কেউ কিছু মনে করবেননা।