কুমিল্লার বুড়িচং উপজেলায় অস্ত্রসহ মোঃ মাসুদ আলম (২৩) নামের এক অস্ত্রধারীকে আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে বিদেশি ৭.৬২ মিঃমিঃ পিস্তল ও ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
সোমবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে জেলার বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকা থেকে তাকে আটক করে যৌথবাহিনী।
আটককৃত আসামি মো: মাসুদ আলম (২৩) জেলার সদর উপজেলার দৌলতপুর এলাকার আসানুল্লাহর ছেলে।
যৌথবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার জেলার বুড়িচং উপজেলার নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদ আলম নামে এক চিহ্নিত অস্ত্রধারীকে আটক করে যৌথবাহিনী। এসময় তার কাছ থেকে একটি ৭.৬২ ও ৪ রাউন্ড গুলিসহ একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আজিজুল হক জানান, গত ৪ ও ৫ আগস্ট কুমিল্লার বিভিন্নস্থানে আন্দোলনরত নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার দুপুরে নোয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে মাসুদকে আটক করে। সোমবার সন্ধ্যায় অস্ত্রধারী সন্ত্রাসী মোঃ মাসুদকে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বলে তিনি জানান।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট