1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৫:৩৭ অপরাহ্ন

‘চুবানো’ ও ‘টুস’ করে ফেলা মন্তব্যে মামলা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসকে ‘চুবানি’ দিয়ে পদ্মা সেতুতে তোলা, আর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ‘টুস’ করে নদীতে ফেলার বিষয়ে মন্তব্য করে তুমুল সমালোচিত হয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২২ সালের ১৮ মে এক সংবাদ সম্মেলনে করা শেখ হাসিনার ওই মন্তব্য ঘিরে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল রোববার ড. ইউনূস ও খালেদা জিয়াকে হত্যার হুমকির অভিযোগ এনে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে মামলাটি করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সৌরভ প্রিয় পাল। আদালত পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে আগামী ৩০ দিনের মধ্যে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।

এদিকে ছাত্র আন্দোলনে হত্যা, গণহত্যা ও নির্যাতনের অভিযোগে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে গতকাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পাঁচটি অভিযোগ করা হয়েছে। গতকাল ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে অভিযোগগুলো দাখিল করা হয়। ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বিষয়টি নিশ্চিত করেছেন। প্রথম অভিযোগে গত ২০ জুলাই ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের ওপর গুলিতে কলেজছাত্র শহীদ নুরে আলম সিদ্দিকী রাকিব ও জুবায়েরকে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৬৫ জনকে আসামি করা হয়েছে। রাকিবের বাবা আব্দুল হালিম ও জুবায়েরের বাবা আনোয়ার উদ্দিন অভিযোগটি দাখিল করেন।

দ্বিতীয় অভিযোগে গত ১৯ জুলাই বাড্ডায় কলেজছাত্র মারুফ হোসেনকে পুলিশ গুলি করে হত্যায় শেখ হাসিনাসহ আসামি করা হয়েছে ২৮ জনকে। অভিযোগটি করেন মারুফের বাবা মোহাম্মদ ইদ্রিস। তৃতীয় অভিযোগে ১৯ জুলাই আবদুল্লাহপুর এলাকায় এইচএসসি পরীক্ষার্থী শহীদ ফয়সালকে গুলি করে হত্যায় শেখ হাসিনাসহ অজ্ঞাতপরিচয়দের আসামি করেন নিহতের বাবা শফিকুল ইসলাম।
চতুর্থ অভিযোগে ১৯ জুলাই বিকেলে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় দশম শ্রেণির ছাত্র মাহফুজুর রহমানকে গুলি করে হত্যায় শেখ হাসিনাসহ ৭৬ জনকে আসামি করা হয়। এটি দায়ের করেন নিহতের বাবা আব্দুল মান্নান। এ ছাড়া ৫ আগস্ট বিকেলে উত্তরায় স্কুলছাত্র শহীদ সামিউ আমান নুরকে গুলি করে হত্যার ঘটনায় শেখ হাসিনাসহ ৫৮ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়। এটি দায়ের করেন নিহতের বাবা মোহাম্মদ আমানুল্লাহ। এ নিয়ে গত ১৩ আগস্টের পর থেকে শেখ হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মোট ২১টি অভিযোগ জমা হলো।
ময়মনসিংহের ভালুকা ও ফুলবাড়িয়া প্রতিনিধি জানান, ৪ আগস্ট রাজমিস্ত্রি তোফাজ্জাল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ২২৬ জনের বিরুদ্ধে একটি মামলা ও আরেক মামলার আবেদন হয়েছে। গতকাল জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৮ নম্বর আমলি আদালতে ভালুকা সদর ইউনিয়ন ছাত্রদলের আইনবিষয়ক সম্পাদক হৃদয় মাহমুদ জান্নাত একটি মামলার আবেদন করেন। একই আদালতে একই ঘটনায় মামলা করেন জনৈক আলাদ্দীন আল আজাদ মান্নান। বিচারক মামলাটি আমলে নিয়ে এ ঘটনায় আরও মামলা হয়েছে কিনা, ১৯ সেপ্টেম্বরের মধ্যে তা জানাতে ভালুকা থানার ওসিকে নির্দেশ দেন।

এ ছাড়া মুদি দোকানদার আবু সায়েদকে হত্যার অভিযোগে গত ১৩ আগস্ট শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া প্রথম মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গতকাল মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। এ দিন তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকা মহানগর হাকিম জাকী আল ফারাবী পরবর্তী এ দিন ধার্য করেন।
এদিকে বল প্রয়োগ করে চাকরি থেকে পদত্যাগ করানো, প্রতারণা ও মানহানির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ১২ জনকে আসামি করে ঢাকার আদালতে মামলা হয়েছে। গতকাল বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সাবেক সিইও ফরমানুল ইসলাম এ মামলার আবেদন করেন। ঢাকা মহানগর হাকিম সাইফুল ইসলাম বিষয়টি তদন্ত করে পিবিআইকে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলায় সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারকেও আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews