ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো তিনজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে মোট ১৯৯ জন। এ ছাড়া গত এক দিনে সারা দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছে আরো ৫৮৩ জন ডেঙ্গু রোগী। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম থেকে এই তথ্য জানানো হয়।
কন্ট্রোল রুমের তথ্য মতে, ডেঙ্গু আক্রান্ত হয়ে গত এক দিনে মৃত তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের সিটি করপোরেশন এলাকার বাইরে বসবাস করতেন তাঁরা। মৃতদের মধ্যে দুজনের বয়স ২৬ থেকে ৩০ বছর, অন্যজনের বয়স ৬১ থেকে ৬৫ বছরের মধ্যে।
অধিদপ্তর জানায়, চলতি বছর ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৪০ হাজার ৪০৫ জন।এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৬ হাজার ৭১১ জন।তথ্য বিশ্লেষণে দেখা যায়, বিভাগীয় ও সিটি করপোরেশনগুলোতে ডেঙ্গু আক্রান্তের দিক থেকে এগিয়ে ঢাকা। আবার ঢাকার দুই সিটি করপোরেশনের মধ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেশি দক্ষিণ সিটি করপোরেশনে। চলতি বছর এই সিটি করপোরেশনের আট হাজার ৭৭৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।অন্যদিকে ডেঙ্গু আক্রান্তের হার সবচেয়ে কম গাজীপুর সিটি করপোরেশনে। সেখানে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে তিনজন। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৬৩.৩ শতাংশ পুরুষ এবং ৩৬.৭ শতাংশ নারী। মৃত্যুর হার পুরুষ ৫০.৩ শতাংশ এবং নারী ৪৯.৭ শতাংশ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট