1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৪:২৬ অপরাহ্ন

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, বেশি দূষণ যে এলাকায়

অদেখা বিশ্ব ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
বায়ুদূষণে বিশ্বের ১২১টি শহরের তালিকায় রাজধানী ঢাকার অবস্থান আজ অষ্টম। ১৫৭ একিউআউ স্কোর নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এ তথ্য জানা গেছে।

এ সময় বায়ুদূষণে শীর্ষে রয়েছে ভারতের শহর দিল্লী।শহরটির বাতাসের একিউআই স্কোর ৭০৯। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। সেখানে বাতাসের স্কোর ৪৪৭। শহর দুটিতে বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে।এদিন ঢাকার সবচেয়ে দূষিত বাতাস বিরাজ করছে সাভারের হেমায়েতপুরে। এখানে বাতাসের স্কোর ১৮৯। এরপরেই রয়েছে গুলশান ২ এর রব ভবন এলাকা। এই এলাকায় বাতাসের স্কোর ১৮২।

এরপরে রয়েছে যথাক্রমে আগা খান একাডেমি, গুলশান লেক পার্ক, মহাখালীর আইসিডিডিআরবি এলাকা, গুলশান বাড্ডা লিংক রোড, পশ্চিম নাখালপাড়া এলাকা। এসব স্থানে বাতাস অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আইকিউ এয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীলগোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews