1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশে জামায়াতে ইসলামীর জোয়ার সৃষ্টি হয়েছে-অধ্যক্ষ শাহাবুদ্দিন

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
সোনাতলায় জামায়াতে ইসলামীর কর্মি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন।

ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের কবল থেকে দেশের জনগণ মুক্তি পেয়েছে। এর পর থেকে বাংলাদেশে জামায়াতে ইসলামীর জোয়ার সৃষ্টি হয়েছে। এখন থেকে জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতা কর্মিকে জনগণের কাছে পৌছে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। সেইসাথে আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত জামায়াতে ইসলামীর পক্ষে প্রচার-প্রচারণা চালাতে হবে। তিনি আরো বলেছেন ইসলামী আইন ছাড়া অন্য কারো আইন মানা যাবে না। এদেশ ইসলামী দেশ। আমাদেরকে হাদিস কোরান মেনে চলতে হবে। শুক্রবার (২২ নভেম্বর) সকাল ৯টায় মধুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মি সমাবেশে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শাহাবুদ্দিন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মধুপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোঃ শাহ আলমের সভাপতিত্বে শালিখা জামে মসজিদ চত্বরে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক মোঃ ফজলুল করিম, নায়েবে আমীর ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ এনামুল হক মন্ডল,সাবেক আমীর মোঃ আব্দুর রাজ্জাক বিএসসি প্রমুখ। উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল আলিম,জামায়াত নেতা সোহেল ইবনে মাহবুর রহমান,জামায়াত নেতা মোঃ আব্দুল মান্নান,সাইফুল ইসলাম,বাদশা মিয়া,আব্দুল ওয়াদুদ,দুদু মিয়া, জামায়াত ও ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মিরা। বক্তব্যের ফাঁকে ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews