1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৪:৫৯ পূর্বাহ্ন

কবি গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিকের কবিতার ভূবনে

সাহিত্য ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
কবি গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক

যদি রাখো বাজি

-গীতশ্রী চক্রবর্ত্তী মল্লিক

যেতে যেতে একদিন পৃথিবীর মাটি
সরে যাবে হঠাৎ
কে জানে কখন কোথায়
নিয়তির অন্তর্ঘাত,
হয়তো বাতাসের গায়ে ভেসে
কিংবা মরণের অতল অন্ধকার সাগরে
ডুব-সাঁতারে,আমি অস্তিত্বহীন
যাত্রা অনিবার্য, অন্তহীন।
মনের শহর বড়ো আজব
কতো ভাঙাগড়ার তান্ডব
তবু, চলছো তুমি চলছি আমি
কখনো তালবেতাল
আরে শোনো বন্ধু শোনো,
জীবনটাই যে টালমাটাল
“এই আছি এই নেই
একসাথে দু-পা, দুদিনের সফর
নীল সীমানাতেই”
তারপর তারপর তারপর!!!!!
জানি না, জানি না, জানি না
আমি জানি না ” সে খবর”।
জানালার কাঁচে লেগে থাকা শূন্যতা
প্রেম কি কখনও পেয়েছে পূর্ণতা?
হিসেবের খেরোখাতায় সব গরমিল
তবু, তোমার চোখে দেখেছি স্বপ্নের রঙ নীল
ঘোরলাগা মাধবীরাতে নিদ্রাহীন আঁখিপাতে
তোমার সারা শরীরে আমি বসন্ত ফোটাবো
শ্রাবণের অঝোরধারায় তোমার শরীরী-গন্ধে
ভিজে যাবো, তখন পৃথিবীতে অবাক বিস্ময়
এত রোগশোকের জীবন কামনামদির ভালোবাসার কথা কয়!
তুমি কি রাজী?
এক জীবনের পথচলা,
ক্ষতি কি যদি রাখো বাজি?

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews