আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিএসের অনলাইন আবেদন ‘অনিবার্য কারণে’ স্থগিত রাখার এ তথ্য জানান পিএসসির জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪৭তম বিসিএসের অনলাইনে আবেদন শুরু এবং শেষ হওয়ার সময় ও তারিখ পিএসসির অনুমোদনক্রমে শিগগিরই জানিয়ে দেওয়া হবে।
এর আগে ৪৭তম বিসিএসের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামীকাল ১০ ডিসেম্বর সকাল ১০টায় অনলাইন আবেদন শুরু হওয়ার কথা ছিল।৪৭তম বিসিএসে চাকরিপ্রত্যাশীরা ক্যাডার সার্ভিসে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে শূন্য পদ ২০০, পুলিশ ক্যাডারে ১০০ ও কৃষি ক্যাডারে ১৬৮। এ ছাড়া নন-কাডার সার্ভিসে শূন্য পদের সংখ্যা ২০১টি।