দুপুর গড়িয়ে বিকেল হতেই হাড়ে কাঁপন ধরাচ্ছে উত্তরের বাতাস, যার রেশ থাকছে পরদিন সকাল পর্যন্ত। অঞ্চলভেদে হালকা থেকে ঘন কুয়াশা থাকছে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত। কোনো কোনো অঞ্চলে দুপুরেও থাকছে কুয়াশা। দুপুরের কিছু সময় বাদ দিলে সে অর্থে সূর্যের দেখা মিলছে না।রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দুই-তিন দিন ধরে শীতের এই চিত্র দেখা যাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে কাগজে-কলমে শৈত্যপ্রবাহ না থাকলেও কনকনে ঠাণ্ডার অনুভূতি মনে করিয়ে দিয়েছে শৈত্যপ্রবাহের কথা। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ আফরোজা সুলতানা গতকাল কালের কণ্ঠকে বলেন, ‘দিনের তাপমাত্রা কমে শীতের অনুভূতি বেড়েছে। তবে এটাকে শৈত্যপ্রবাহ বলা যাবে না।আগামী দুই-তিন দিনও এই পরিস্থিতি থাকতে পারে।’
আবহাওয়া অধিদপ্তরের হিসাবে তাপমাত্রা ১০ ডিগ্রি বা এর নিচে নামলে তা শৈত্যপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। তবে গতকাল দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায়, ১০.২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় এ সময় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪.৮ ডিগ্রি।আফরোজা সুলতানা জানান, ১৫ ডিসেম্বরের পর দেশের উত্তর, উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের কোনো কোনো এলাকার ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট