স্বেচ্ছা নির্বাসন
-নন্দিনী ঝুমা
মন বলছে হারিয়ে যেতে
দূরের দেশে কোনো
চোখের পাতার স্বপ্নগুলোর
মৃত্যু হচ্ছে যেনো-
জীবন আমায় দেয়নি সুযোগ
হারিয়ে যাবার মতো
নিজের ঘরে বাস করি তাই
ভাড়াটেদের মতো –
নিত্যদিনের আবেগগুলো জাপটে ধরে যেনো
নিশ্বাস নিয়ে বাঁচতে দিতে
চায় না তারা কক্ষনো !!
নিজের খোঁজ করতে গিয়ে
চোরের মতো থাকি
এই বুঝি সব আবেগগুলো
আমায় ধরে ফেললো নাকি !!