সোনাতলা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আজ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন ৬০ জন কিষাণ-কিষাণী। বাংলাদেশের চর এলাকায় আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় চর এলাকার আবাদযোগ্য মিস্টি আলু,কুমড়া,ভূট্টা,সূর্যমূখী,কালোজিরা ও তরমুজ-সহ অন্যান্য ফসল মালচিং পদ্ধতিতে আধুনিক প্রযুক্তি ও এসব ফসলের রোগবালাই দমনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ সোহরাব হোসেন ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ সাবিহা আক্তার সুরভী প্রশিক্ষণ প্রদান করেন। এর আগের দিনও একই স্থানে অন্য ৬০ জন কিষাণ-কিষাণীর একই বিষয়ের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট