1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

সোনাতলায় পৃথক অগ্নিকান্ডে তিনটি পরিবার ক্ষতিগ্রস্ত

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
বগুড়ার সোনাতলায় একই দিনে অগ্নিকান্ডে ৩টি পরিবারের ক্ষতিসাধন হয়েছে। ছবি- মোশাররফ

বগুড়ার সোনাতলায় পৃথক অগ্নিকান্ডে তিনটি পরিবারের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। উপজেলার বালুয়া ইউনিয়নের রশিদপুর গ্রামের মৃত জাহিদুল ইসলাম মন্ডলের ছেলে মামুন ও রিমনের ঘরে গত রাতে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। এতে ওই দুই পরিবারের ঘর,যাবতীয় কাপড়,আসবাবপত্র,সোনার গহনা নগদ টাকা, ধান,চাল-সহ তাদের ঘরে রাখা বিভিন্ন মূল্যবান জিনিসপত্র,গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে ভস্মিভূত হয়। এতে তাদের প্রায় ৩০ লাখ টাকার সম্পদের ক্ষয়ক্ষতি হয়। প্রথমে স্থানীয়রা আগুন নিভাতে চেষ্টা করে ব্যর্থ হয়। পরে সোনাতলা ফায়ার সার্ভিসের কর্মিরা ঘটনাস্থলে এসে আগুন নিভাতে সক্ষম হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক পরদিন সোমবার দুপুরের দিকে রশিদপুর গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন শেষে তাদের মধ্যে নগদ টাকা ও কম্বল বিতরণ করেন। এ সময় তার সাথে ছিলেন সোনাতলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু ও বালুয়া ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। ঐ রাতে সোনাতলা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির,বিএনপি নেতা সেলিম রেজা বাবলা ও বালুয়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আনিছুর রহমান-সহ অনেকে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন করেন ও তাদের শান্তনা দেন। একই দিন বেলা ১২টার দিকে জোড়গাছা ইউনিয়নের পারহলিদাবগা গ্রামের মোঃ অছু মিয়ার বাড়িতে অগ্নিকান্ডে ঘর, আসবাবপত্র,কাপড়-চোপড় ও নগদ টাকা-সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে ভস্মিভূত হয়। এতে পরিবারটির প্রায় চারলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী জানান এ পরিবারে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে কম্বল ও জোড়গাছা ইউনিয়ন পরিষদ থেকে কিছু নগদ টাকা প্রদান করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews