গতকাল মঙ্গলবার বেলা ১২টা থেকে বগুড়ার সোনাতলা উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। প্রথমে তিনি সোনাতলা পৌর সভায় ডাস্টবিন বিতরণ করেন ও সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন। এরপর উপজেলা ভূমি অফিসের নবনির্মিত প্রধান ফটক উদ্বোধন করেন তিনি। সেখান থেকে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে তারুণ্যের উৎসব উদ্যাপন উপলক্ষ্যে যুব প্রশিক্ষণ কোর্স উদ্বোধন,ভাতা প্রদান ও যুব নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ শেষে স্থানীয় ফাযিল মাদ্রাসা ও সোনাতলা সদর ইউনিয়ন পরিদর্শন করেন। সকল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক। উপস্থিত ছিলেন বগুড়া যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক তোছাদ্দেক হোসেন,সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাদমান আকিফ,আজাদ হোসেন,ফয়সাল আহমাদ,শাহজালাল,অনুপ কুমার বিশ্বাস,উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজম,মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন ইউপির চেয়ারম্যানরা-সহ অনেকে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট