বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের ৩৪ তম জেলা সম্মেলনের মধ্য দিয়ে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সকাল ১১:৩০ টায় সাতমাথায় সম্মেলনের উদ্বোধনী সমাবেশ ও র্যালি শেষে বিকাল ৩ টায় উডবার্ন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কাউন্সিলে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি ছাব্বির আহম্মেদ রাজ, সঞ্চালন করেন সাধারণ সম্পাদক বায়েজিদ রহমান। কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মেঘ মল্লার বসু ও কোষাধ্যক্ষ নাজিফা জান্নাত।
কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব, অর্থ রিপোর্ট, সাংগঠনিক সম্পাদকের রিপোর্ট ও সাধারণ সম্পাদকের রিপোর্ট উত্থাপন করা হয় এবং উপস্থিত প্রতিনিধিরা শোক প্রস্তাব ও রিপোর্টসমূহ পাশ করেন।
কাউন্সিল অধিবেশনে সর্বসম্মতিক্রমে বায়েজিদ রহমানকে সভাপতি, জয় ভৌমিককে সাধারণ সম্পাদক ও আফ্রিক হাসান প্রান্তকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মিলন হোসেন ও সুজয় কুমার পাল, সহ-সাধারন সম্পাদক শাওন শওকত, কোষাধ্যক্ষ রাকিব হাসান, দপ্তর সম্পাদক সোহাগ চন্দ্র, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক শ্রুতি পাল শ্যামা, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ সুজন, শিক্ষা গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সানজানা মেহজাবিন প্রাপ্তি, সাংস্কৃতিক সম্পাদক পলাশ চন্দ্র নয়ন, ক্রিড়া সম্পাদক আবু সাইফ, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মেহেদী হাসান রনি
সদস্য ছাব্বির আহম্মেদ রাজ, জিসান ইসলাম মোল্লা, অন্তর কুমার, আসিফ আহম্মেদ, অদিতি ফরিদ।
কমিটিতে ৪ টি পদ ফাঁকা রাখা হয়েছে যা পরবর্তীতে কাজের ভিত্তিতে কো-অপ্ট করা হবে।
কাউন্সিল অধিবেশনের শুরুতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সকল শহীদ এবং ছাত্র-জনতার অধিকার আদায়ের লড়াইয়ে জীবন উৎসর্গকারী সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
নবনির্বাচিত কমিটিকে শপথবাক্য পাঠ করান ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক মেঘ মল্লার বসু।