সোনাতলা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন দপ্তরের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার বেলা ১২টায় ৭ম জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী কর্মকর্তা স্বীকৃতি প্রামানিক র্যালিতে নেতৃত্ব দেন ও আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ সোহরাব হোসেন,উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার,নির্বাচন কর্মকর্তা আলমগীর হোসেন,হিসাব রক্ষণ কর্মকর্তা রুহুল আমিন,রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ সাজু আহম্মেদম,মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা রোকসানা বেগম ও সহকারী উপজেলা নির্বাচন কর্মকর্তা আল-আমিনসহ অনেকে। দিবসটির প্রতিপাদ্য ছিল ‘তোমার আমার বাংলাদেশে,ভোট দিবো মিলেমিশে’।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট