বগুড়ার সোনাতলা উপজেলার জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানীকে হত্যার উদ্দেশ্যে হামলায় আহত করায় হামলাকারী বা দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে এলাকাবাসী গতকাল শুক্রবার বেলা ১২টায় ভেলুরপাড়া চারমাথা মোড়ে মানববন্ধন করেছে। গত ৩ মার্চ রাতে জোড়গাছা ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামে স্কুলের কাছে ঐ গ্রামের রাশেদ মিয়া ও শিমরুল ইসলাম-সহ বেশ কিছু সংখ্যক হেলমেট পরিহিত যুবক ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী (৫৭)-সহ আরো ১০-১২ জনের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। এ ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ ও ৫০/৬০ জনকে অজ্ঞাতনামা আসামী করে সোনাতলা থানায় মামলা দায়ের হয়েছে। হামলা ঘটনায় জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য মহিদুল ইসলাম,ভেলুরপাড়া এলাকার তারাজুল ইসলাম ও আমিনুল ইসলাম প্রমুখ। বিভিন্ন গ্রামের অনেক নারী-পুরুষ এতে অংশ নেন ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট