1. fauzursabit135@gmail.com : Fauzur Rahman Sabit : Fauzur Rahman Sabit
  2. sizulislam7@gmail.com : sizul islam : sizul islam
  3. mridha841@gmail.com : Sohel Khan : Sohel Khan
  4. multicare.net@gmail.com : অদেখা বিশ্ব :
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ০১:২৮ পূর্বাহ্ন

অর্থনীতিতে সম্প্রসারণের গতি কমেছে ফেব্রুয়ারিতে

অর্থনীতি ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫

জানুয়ারির পর ফেব্রুয়ারিতেও সম্প্রসারণের ধারায় ছিল দেশের অর্থনীতি। তবে সার্বিকভাবে সম্প্রসারণের গতি আগের মাসের তুলনায় খানিকটা কমে গেছে। ফেব্রুয়ারিতে বাংলাদেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) জানুয়ারির তুলনায় ১ দশমিক ১ পয়েন্ট কমে হয়েছে ৬৪ দশমিক ৬। জানুয়ারিতে যা ছিল ৬৫ দশমিক ৭। মূলত নির্মাণ ও সেবা খাতে সম্প্রসারণে ধীরগতির প্রভাব পড়েছে পিএমআইতে। অবশ্য কৃষি ও উৎপাদন খাতে সম্প্রসারণের গতি বেড়েছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) ঢাকা ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রকাশিত পিএমআই সম্পর্কিত প্রতিবেদনে এ তথ্য ওঠে এসেছে। প্রতিবেদনটি গতকাল রোববার প্রকাশ করা হয়।

পিএমআই ১০০ নম্বরের মধ্যে পরিমাপ করা হয়। স্কোর ৫০-এর বেশি হলে অর্থনীতির সম্প্রসারণ হয়েছে বলে ধরে নেওয়া হয়। ৫০-এর নিচে হলে সংকোচন বোঝায়। আর স্কোর ৫০ থাকার অর্থ ওই মাসে কোনো পরিবর্তন হয়নি।
এমসিসিআই ও পিইবির প্রতিবেদন অনুসারে, গত বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত টানা তিন মাস সংকোচনের পর অক্টোবরে সম্প্রসারণের ধারায় ফেরে দেশের অর্থনীতি। এর পর টানা পাঁচ মাস ধরে সম্প্রসারণে রয়েছে অর্থনীতি। মাঝে ডিসেম্বরে সম্প্রসারণের গতি কিছুটা কমে গিয়েছিল। ফেব্রুয়ারিতে এসে গতি ফের কমলো। তবে ইতিবাচক দিক হচ্ছে সংকোচনে নয়, বরং সম্প্রসারণের ধারাতেই আছে অর্থনীতি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

Theme Customized BY LatestNews