বগুড়ার কাহালুতে দুই শিশু কন্যাকে কে ধর্ষণকারি নূরু ইসলাম নূরু ( ৪০)কে পুলিশ গ্রেপ্তার করেছে। রোববার রাত ৯ টার দিকে কাহালু থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পাইকড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া ডিবি কার্যালয়ে নেয়া হয়।
নূরু ইসলাম পাইকড় ইউনিয়নের বাগইল গ্রামের মৃত হবিবর রহমানের ছেলে। সে পেশায়একজন দিনমজুর।
আজ সোমবার তাকে আদালতে তোলা হয় । কাহালু থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য যে, গত ১৩ মার্চ পাইকড় ইউনিয়নের আড়োলা দধি সাগর আবাসন প্রকল্পের নিজ ঘরের সামনে শিশু দুটি খেলাধুলা করছিলো। এসময় মুখরোচক খাবার কিনে দেয়ার প্রলোভন দেখিয়ে নূরু ইসলাম ঐ শিশু দুটিকে বাড়িতে তাদের বাবা মা না থাকার সুযোগে ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে।
ঘটনার পর দিন শিশু দু’টির গায়ে জ্বর অনুভূত ও অন্যজনের রক্তক্ষরণ হলে পরিবারের লোকজন টের পেয়ে কাহালু থানা পুলিশকে খবর দেয়। ১৪ মার্চ রাতে পুলিশ তাদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে হেফজতে নিয়ে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করে দেয়। বর্তমানে শিশু দুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।
এঘটনায় ১৪ মার্চ রাতে ধর্ষণের শিকার শিশুটির মা পারভীন বেগম বাদী হয়ে ধর্ষক নূরু ইসলাম কে আসামি করে কাহালু থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
এদিকে ধর্ষক নূরু ইসলাম ঘটনার পর থেকে পলাতক থাকায় পুলিশ তাকে গ্রেপ্তার করতে সবধরনের চেষ্টা অব্যাহত রাখে। অবশেষে গত রোববার রাতে পুলিশের যৌথ অভিযানে ধর্ষক নূরু ইসলামকে গ্রেপ্তার করা হয়।