বগুড়ার সোনাতলায় একটি পরিবারের বাড়ি-ঘরে অগ্নিকান্ডে প্রায় দুই লাখ টাকার সম্পদ পুড়ে ভস্মিভূত হয়েছে। গত মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার গড়ফতেপুর গ্রামের বিটুল মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। ঐ গ্রামের রাজমিস্ত্রি বিটুল মিয়া তার স্ত্রী ও সন্তানদের নিয়ে রাতে খাওয়া-দাওয়া সেড়ে একমাত্র ঘরে ঘুমিয়ে পড়ে। রাত প্রায় ১১টার দিকে ঘরে জ্বলন্ত আগুনের তাপে তাদের ঘুম ভেঙ্গে যায়। এ সময় তারা ঘর থেকে দরজা খুলে বের হওয়ার চেষ্টা করলে ঘরের বাইরের দরজায় তালা লাগানো থাকায় অবশেষে ঘরের বেড়া খুলে বের হয়ে যায়। বিটুলের স্ত্রী মোছাঃ রাণী বেগম জানায় কে-বা কারা শত্রæতামূলক এ অগ্নিকান্ড ঘটিয়ে পালিয়ে যায়। অগ্নিকান্ডে পরিবারটির টিনের ঘর, ৭০ হাজার টাকা, জমির কাগজপত্র, যাবতীয় কাপড়. আসবাবপত্রসহ বিভিন্ন সম্পদ পুড়ে যায়। এতে পরিবারটির প্রায় দুইলাখ টাকার ক্ষতিসাধন হয়। অগ্নিকান্ডের শুরুতে স্থানীয়রা আগুন নিভাতে ব্যর্থ হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মিরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে আগুন নিভাতে সক্ষম হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা অগ্নিকান্ডের বিষয়টি নিশ্চিত হয়েছেন এবং তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা প্রদানের আশ্বাস দেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট