স্থানীয় সমস্যা সমাধান ও সম্ভাবনা নিয়ে সোনাতলা নাগরিক কমিটির সাথে উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১১ টায় সোনাতলা উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসারের সাথে সোনাতলা নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সমস্যা সমাধান ও সম্ভাবনার বিষয়ে “আপনার ভাবনা আমাদের প্রত্যাশা” শীর্ষক মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তু।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিক বলেন, সোনাতলা নাগরিক কমিটি যে সকল সমস্যা চিহ্নিত করেছে এবং সমস্যা সমাধানের যে প্রস্তাবনা করেছে তার সাথে আমি একমত পোষণ করছি। প্রস্তাবিত কার্যবলী আমি আমার সাধ্যের মধ্যে করার চেষ্টা করবো। নাগরিক কমিটির কর্মকান্ডকে তিনি সাধুবাদ জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোশাররফ হোসেন মজনু, সদস্য সচিব সোহেল আহমেদ খান, সহকারী অধ্যাপক আব্দুর রউফ হিরু, এ্যাডভোকেট আব্দুল মোমিন, প্রভাষক গোলাম রব্বানী, প্রভাষক আব্দুল মতিন, কৃষক নেতা শফিউল্লাহ শফি, আব্দুল হান্নান, সহকারি শিক্ষক রুকসানা আক্তার, শিক্ষক আমিনুল ইসলাম, সঙ্গীত শিল্পী লাবনী আক্তার সৃষ্টি প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে সোনাতলা নাগরিক কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিককে ফুলেল শুভেচ্ছা সহ উত্তরীয় পরিয়ে দেয়া হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট