যুদ্ধবিরতী লঙ্ঘণ করে গাজার নিরীহ মানুষের উপর ইসরায়েল কর্তৃক ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৪ মার্চ (সোমবার) সকাল ১১ টায় সোনাতলা সোনালী ব্যাংক মোড়ে সোনাতলা নাগরিক কমিটির উদ্যোগে গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোনাতলা নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সহকারি অধ্যাপক জিয়াউল ইসলাম শান্তুর সভাপতিত্বে সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন সোনাতলা পৌর বিএনপির সভাপতি আবু নাসের ওয়াহেদ নবেল, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক, নাগরিক কমিটির সদস্য সচিব সাংবাদিক সোহেল আহমেদ খান, সোনাতলা প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম শাহীন, সাংবাদিক ইকবাল কবির লেমন, এ্যাড. মোমিনুল ইসলাম, প্রভাষক গোলাম রব্বানী, কৃষক নেতা শফিউল্লাহ সফি, গোলাম মোক্তাদির, প্রেস ক্লাবের কোষাধ্যক্ষ জাহিনুর ইসলাম, সহাকারি শিক্ষক রুকসানা আক্তার, লাবনী আক্তার সৃষ্টি প্রমুখ।
সম্প্রতি যুদ্ধবিরতী লঙ্ঘণ করে ইসরায়েলি সেনাবাহিনী রমজান মাসে গাজার নিরীহ জনগণের উপর নৃশংস হামলা চালায়। হামলায় কয়েকশত নিরীহ জনগণ বিশেষ করে নারী ও শিশু নিহত হয়। সোনাতলা নাগরিক কমিটির বিক্ষোভ সমাবেশে সোনাতলার সকল শ্রেনী পেশার জনগণ অংশগ্রহণ করে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট